ট্রেড লাইসেন্স কি?
ট্রেড লাইসেন্স হচ্ছে ব্যবসা করার আইনগত অনুমতিপত্র। বাংলাদেশে ২০০৯ সাল থেকে এই লাইসেন্স দেওয়া শুরু হয়। ব্যবসায়ী বা উদ্যোক্তার আবেদন ও ব্যবসার উপরে ভিত্তি করে লাইসেন্স দেওয়া হয়। বৈধভাবে কোনো ব্যবসা পরিচালনা করতে চাইলে ট্রেড লাইসেন্স করা অত্যাবশ্যক। আর আপনার যদি একের অধিক আলাদা আলাদা ব্যবসা থাকে তাহলে প্রতিটি ব্যবসার জন্য ভিন্ন ভিন্ন লাইসেন্স থাকা বাধ্যতামূলক।
এই লাইসেন্সটি স্থানীয় সরকার আইন, ২০০৯ অনুসারে হয়ে থাকে। প্রসঙ্গত যে, স্থানীয় সরকার আইন, ২০০৯ এর তিনটি আইন আছে ১. সিটি কর্পোরেশন ২.পৌরসভা ৩. ইউনিয়ন পরিষদ। (এই রচনায় সাধারণ ভাবে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ নিয়ে সাধারণ ভাবে আলোচনা করা হল বাকি দুটির ক্ষেত্রেও একই ধরনের নিয়ম প্রযোজ্য )। স্থানীয় সরকার এই ট্রেড লাইসেন্স প্রদান করে তার অনেক ব্যয় নির্বাহ করে। এই ট্রেড লাইসেন্স পেতে বেশ কিছু নিয়ম ও শর্ত মানতে হয় এবং নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন করার পর এই লাইসেন্স পাওয়া যায়।
ট্রেড লাইসেন্স কেন করবেন?
আগেই বলেছি ট্রেড লাইসেন্স হল বৈধভাবে ব্যবসা করার অনুমতি পত্র। তবে এই লাইসেন্সের আরো অনেক সুবিধা আছে। যেমন-
- ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য লাইসেন্স দরকার হয়
- ব্যাংক কিংবা কোন আর্থিক প্রতিষ্ঠান থেকে লোণ বা পুঁজি সংগ্রহের জন্য লাইসেন্স প্রয়োজন
- অনন্যা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পাদনের জন্যে লাইসেন্স দরকার হয়
- আপনি যদি বিদেশী কোন কোম্পানি বা প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করতে চান তাহলে লাইসেন্স দরকার হবে।
আরো পড়ুনঃ
ট্রেড লাইসেন্স করতে কি কি লাগে?